Search Bar

banner image
banner image

কিভাবে ইউটিউব থেকে হাজার হাজার টাকা আয় করবেন

 বর্তমানে অনলাইন থেকে আয় কথাটা আমরা সকলেই কম বেশি শুনেছি থাকি।  আসলে কি আনলাইন থেকে আয় যায়। অ্নলাইন থেকে আয় করার উপায়গুলোর  মধ্যে প্রধান উপায় হলো ইউটিউব থেকে আয় । ইউটিউব থেকে আয় করা যায় বিষয়টি নিয়ে  অনেকের মধ্যে কৌতুহলের  কোন শেষ নেই ।  বিশেষ করে তরুনদের মাধ্যে এরপ্রভাব লক্ষণীয় । 



make money from youtube
make money from youtube


বর্তমানে এই ইউটিউব থেকে আপনিও আয় করতে পারবেন  লক্ষ্য টাকা । অনেকে ইউটিউবে কাজ করে সফল হয়েছেন । এমন কি  বর্তমানে আমাদের দেশ থেকে ইউটিউবিং করে লক্ষ্য টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে । ইচ্ছে করলে আপনিও এটা করতে পারেন। এখন হয়তো আপনিও নিশ্চই ভাবছেন যে কিভাবে ইউটিউব থেকে আমি টাকা  উপার্জন করবো। যদি আপনি সফলভাবে কাজ করতে পারেন তাহলে ইউটিউব থেকে ইনকামই হতে পারে আপনার ইনকামের মূল উৎস। আপনি হয়তো ইউটিউবে থেকে আয় করা যায় একথা শুনে ভাবতেছেন তাই না ? 


  • কিভাবে আবার ইউটিউব থেকে আয় করা যায় ? 
  • ইউটিউব থেকে আয় করার সহজ উপায় কি ? 
  • ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করা যায়? 
  • ইউটিউব আমাকে কিভাবে টাকা দিবে ? 

আমি আজকে আমার এ ব্লগের মাধ্যমে ইউটিউব থেকে টাকা আয় করার সকল বিষয় নিয়ে আলোচনা করবো। যদি আপনি আমার এই ব্লগটি ফলো করেন তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন সফল ইউটিউবার। আমার পুরো ব্লগটি আপনি মনোযোগ  দিয়ে পড়ুন এবং যদি আপনি ধর্য্য  ধরে কাজ করেন যান তাহলে আপনিও একদিন এই ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ্য টাকা আয় করতে পারবেন। 


কিভাবে ইউটিউব থেকে  আপনি আয় করবেন। 

যদি আপনি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে আগে  আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে ইউটিউব টা কি এবং কিভাবে ইউটিউব কাজ করে। 

What is YouTube ? ইউটিউব কি? 

 ইউটিউব হলো বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট। ইউটিউবে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন নতুন ভিডিও আপলোড করা হয়।  বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন  প্রায় ৩০ মিলিয়ন লোক ইউটিউবের ভিডিও দেখতে ইউটিউবে প্রবেশ করে। নিশ্চয় আপনি বুঝে গেছেন ইউটিউব হলো বিশ্বের  বড়  একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট । 

ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন ? 

একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য শুধুমাত্র একটি জিমেইল একাউন্ট লাগবে। আপনি যখন (www.youtube.com) ওয়েব সাইটি প্রবেশ করবেন তখন ব্রাউজারের ডান কর্নারে দেখবেন Sign অপশন টি, সেখানে ক্লিক করলে Gmail  & Password চাইবে। আপনি আপনার Gmail  & Password দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন।

ইউটিউব কেন এবং কোথা থেকে টাকা  দিবে ? 

আপনি  নিশ্চয় জেনে গেছেন ইউটিউব হলো বিশ্বের বড় ভিডিও শেয়ারিং সাইট।  প্রতিদিন এই সাইটি ৩০ মিলিয়ন ভিজিটর ভিন্ন ভিন্ন দেশ থেকে  প্রবেশ করে বিভিন্ন ভিডিও দেখার জন্য ।  বর্তমানে বিশ্বের জনপ্রিয়  কোম্পানি আছে তাদের  পণ্যের প্রচার সারা  বিশ্বের লোকের সামনে উপস্থিত করতে। তাই বিভিন্ন কোম্পানিরা ইউটিউবের সাথে টাকার বিনিময় চুক্তি করে যেন তাদের  ব্রান্ডের প্রচারন করে  ঐসব লোকের কাছে যারা প্রতিদিন YouTube Video দেখে। তখন YouTube কি করে যাদের YouTube Channel আছে তাদের viDieo এর নিচে এবং ডানপাশে বিভিন্ন কোম্পনির এড প্রদর্শন করায়। যার YouTube Channel  এর উপর এই ধরনের  বিজ্ঞাপন প্রদর্শন করায় তাদেরকে ৪০%  টাকা দেওয়া হয়। যার ইউটিউব চ্যানেলে যত কোয়ালিটি ফুল ভিডিও আছে তার চ্যানেলে তত বেশি ভিউ এবং আর্নিং হয়ে থাকে। 

কিভাবে একজন সফল ইউটিউবার হবেন ? 

অনেকে YouTube Earning এর কথা শুনে YouTube Channel খুলে থাকে। শুধু YouTube Channel খুললে ইউটিউব থেকে আর্নিং করা যায় না। এক সময় YouTube Channel খোলার পর ভিডিও আপলোড করলে এড শো করতো। বাট এখন  ইউটিউব থেকে আয় করতে হয় আপনাকে ভালো মানের ভিডিও আপলোড করতে হবে। তাছাড়া লাস্ট বার মাসে আপনার চ্যানেলে টোটার ১০০০ সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই শর্ত পুরন হলে ইউটিউবের কাছে আপনি আবেদন করবেন যে আপনার ভিডিও এর উপর বিজ্ঞাপন শো করাতে। ইউটিউব আপনার চ্যানেল বিবেচনা করে দেখার পর যদি আপনাকে  অনুমতি দেয় তাহলে আপনি আয় করতে পারবেন আপনার আপলোড করা  ভিডিওর উপর। 
সফল ইউটিউবার হবার জন্য আপনাকে নিয়মিত ইউটিউবের নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে। যদি আপনি ভালো  একটি টপিক সিলেক্ট করতে পারেন তাহলে আপনি সফল ইউটিউবার হতে পারবেন। 

সঠিক টপিক যাচাই করা ? 

আপনি যদি ইউটিউবে সফলতা পেতে চান তাহলে নিদির্ষ্ট একটি বিষয়ের উপর ভিডিও বানাতে হবে। কারন আপনি যখন নির্দিষ্ট টপিকের উপর ভিডিও বানাতে থাকবেন  তখন আপনার চ্যানেলের দর্শকদের কাছে আপনার চ্যানেলের চাহিদা বেড়ে যাবে। যখন কোন একজন ভিজিটর আপনার চ্যানেলে সার্চ করে আসবে যদি সেই ভিজিটর দেখে যে আপনার চ্যানেলে নির্দিষ্ট  টপিকের অনেক গুলো ভিডিও দেওয়া আছে । আপনি যখন নতুন কোন  ভিডিও আপলোড করবেন তখন আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা ৯০% আপনার ভিডিও দেখবে। যদি  আপনি নির্দিষ্ট   একটা টপিক নিয়া কাজ করে যান তাহলে আপনি সফলতা পাবার সম্ভাবনা ৯০% । তাই এমন একটা টপিক আপনাকে নির্বাচন করতে হবে যে বিষয়ে আপনি এক্সপার্ট। আপনি যে বিষয়ে পার্দশী সে রিলেটেড টপিকের উপর ভিডিও   আপনি বানিয়ে যাবেন । 


ইউটিউব ভিডিও তৈরি কয়েকটি আইডিয়াঃ 

১. ফানি ভিডিও :- বর্তমানে ফানি ভিডিও অনেক জনপ্রিয়। আপনি চাই্লে একা বা  অন্যদের সাথে একত্রিত হয় ইউটিউব ভিডিও বানাতে পারেন। 

২. রিভিও ভিডিও :- আপনি বিভিন্ন এপ্স বা বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমনঃ টিভি, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদির পর্ন্যের রিভিও ভিডিও বানাতে পারেন। 

৩. খাবার রেসিপি :- ইউটিউবে আপনি  বিভিন্ন মজাদার ও সুস্বাদু রেসিপি বানানোর ভিডিও  আপলোড করে টাকা আয় করতে পারবেন। অনেকে ইউটিউব থেকে বিভিন্ন রান্নার ভিডিও শিখতে চায়, তাই চাইলে আপনি রান্না বিষয়ক যেকোন ভিডিও বানালে সেটা থেকে ভালো একটা ফলাফল পেতে পারেন। 

৪. টেকনোলজি:- অনেক ইউটিউবার আছে যারা নিত্য নতুন  সকল টেকনোলজী সবার সাথে শেয়ার  করতে টেক রিলেটেড ভিডিও বানায়। 

৫. টিউটোরিয়াল :- অনেকে মোবাইলে বা কম্পিউটারে অনেক বিষয় জানে না।  যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার এর ব্যবহার সম্পর্কে তাহলে আপনি ঐ বিষয়ে ভিডিও বানাতে পারেন। 

৬. মটিভেশন ভিডিও:- আপনি চাইলে বিভিন্ন  মটিভেশন ভিডিও বানাতে পারেন। 

৭. ভ্রমণ:-  আপনি যদি বিভিন্ন জায়গা দেখতে প্রছন্দ করেন তাহলে আপনি যেই জায়গায় যাবেন ঐ জায়গায় যাবার বিস্তারিত ভিডিও করে ইউটিউব আপলোড করে আয় করতে পারেন। 



অসমাপ্ত পোস্ট 




















কিভাবে ইউটিউব থেকে হাজার হাজার টাকা আয় করবেন কিভাবে ইউটিউব থেকে হাজার হাজার  টাকা  আয় করবেন Reviewed by Easy Earning Tips on July 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.