Search Bar

banner image
banner image

ব্লগিং করে প্রতিমাসে ৫০০ ডলার আয় করতে পারবেন

আপনি টাইটেল দেখে চিন্তা করতেছেন কিভাবে এটা সম্ভব। আমি বিস্তারিত আলোচনা কিভাবে আপনারা ব্লগিং করে সহজেই ডলার আয় করবেন। এইতো অনেকে ব্লগিং কি সেটাও জানেও না। তো চলুন শুরু করি--



ব্লগিং কি :
কোন একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে লিখালিখি বা অন্য কোন বিষয়ের উপর লিখালিখি করে অনালাইনে সবার সাথে শেয়ার করার পদ্ধতিকে কে বলা হয় ব্লগিং । যেসব ওয়েব সাইটে এই লিখা গুলো প্রকাশ করা হয় সেই ওয়েব সাইটকে ব্ললা হচ্ছে ব্লগ । অনলাইনে নিজে স্বাধীন মতো যেকোন লেখালিখি মাধ্যমে আপনি নিজের মতামত প্রকাশ করতে পারবেন। 

ব্লগার কাকে বলে ?
যে ব্যক্তি নিজের মতামত স্বাধীনভাবে লেখালিখি করে অনলাইনে সবার সাথে শেয়ার করে তাকে বলা হয় ব্লগার। 

ব্লগিং প্লাটফর্মঃ
যেখানে আপনি ফ্রিতে ব্লগ সাইট তৈরি করার সুবিধা থাকে অর্থ্যাৎ যেখানে লেখালিখি করার জন্য ব্লগ সাইট তৈরী করা যায় ঐ স্থান বা সাইট কে বলা হচ্ছে ব্লগিং প্লাটফর্ম । বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস (Wordpress)। ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে হলে আপনাকে টাকা দিয়া ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আপনি ফ্রিতে তা পেয়ে যাবেন ব্লগারে (www.blogger.com) মোটামুটি ব্লগিং এবং ব্লগার কি এটা সম্পর্কে এটা ছোটোখাটো ধারনা দিলাম।

ব্লগিং করে কি আয় করা যায় ? 
হ্যাঁ ব্লগিং করে ১০০% আয় করা যায়। আপনি যেকোন এটা বিষয়ের উপর লেখালেখি করে আপনার ব্লগ সাইটে শেয়ার করতেছেন। যদি আপনি প্রতিদিন একটা বা দুইটা করেও ব্লগ লিখেন তাহলে আপনার ব্লগ সাইটে মাস শেষে ৪০টার বেশি পোস্ট হবে। তো এক সময় দেখা যাবে আপনার ব্লগ সাইটে ভালো ভিজিটর আসতেছে আপনার লেখাটি পড়ার জন্য। যখন আপনার লেখাটি ভালো লাগে ভিজিটরের কাছে তখন যে আপনার ভিজিটির তা তার ফেসবুকে, টুইটার এবং পিন্টারেন্টে শেয়ার করে। যদি মাসে আপনার সাইটে ৫,৬ লাখ ভিজিটর আসে তাহলে আপনি আপনার এই ব্লগ সাইটে থেকে অনায়াসে .৬০০ ডলার আয় করতে পারবেন। 

আপনি হয়তো ভাবতেছেন আপনি কিভাবে টাকা পাবেন। একটা উদাহরন দিতে হবে। আপনি নিশ্চয় টেলিভিশন  দেখলে দেখেন যে সেখানে ২০,৩০ মিনিট পর পর বিভিন্ন কোম্পানির পন্যের বিজ্ঞাপন দেয়। ঐ পন্যের প্রচারের জন্য টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার জন্য টিলিভিশন কর্তপক্ষকে টাকা দিয়ে থাকে। তেমনি আপনার সাইটি আপনি গুগল থেকে বিজ্ঞাপন প্রচারের  অনু্মতি নিয়ে আপনার ভিজিটরের সামনে সেই বিজ্ঞাপন প্রদর্শন করে টাকা আয় করতে পারবেন। আপনাকে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দাতাকে খুজতে হবে না। কারন বিজ্ঞাপন দাতারা সরাসরি গুগলের সাথে চুক্তি করে। আর গুগল  আপনার ব্লগ সাইটে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দিয়ে টাকা আয় করার পথ  করে দিবে। গুগল বিনিময়ে ৪০%  নিবে আর আপনাকে ৬০% দিয়া দিবে। ব্যাংকের মাধ্যমে। 





















ব্লগিং করে প্রতিমাসে ৫০০ ডলার আয় করতে পারবেন ব্লগিং করে প্রতিমাসে ৫০০ ডলার আয় করতে পারবেন Reviewed by Easy Earning Tips on May 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.